ইবিতে ব্যাংক কর্মকর্তার গলায় জখম, নারী আটক
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ব্যাংক কর্মকর্তার গলায় ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করেছেন এক নারী। সোমবার বিকেল চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ইবিতে ব্যাংক কর্মকর্তার গলায় জখম, নারী আটক
স্থানীয় লোকজন ওই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন। গুরুতর জখম ওই ব্যাংক কর্মকর্তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ওই ব্যাংক কর্মকর্তার নাম মঈনুল ইসলাম। তিনি অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় প্রিন্সিপাল অফিসার।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূন যায়েদ বলেন, প্রশাসনিক ভবনের পেছনে আমবাগানে ওই ব্যাংক কর্মকর্তার গলায় এক নারী ধারালো কিছু দিয়ে পোঁচ দেন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই নারীকে আপাতত থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
![]()
