দৌলতপুরে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরীর গণসংযোগ
আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে আগামী দ্বাদশ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশী তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী গনসংযোগ করছেন।

দৌলতপুরে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরীর গণসংযোগ
তাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। শুক্রবার (১৪জুলাই) বিকেলে ৪টায় উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতপুর বাজার ও উপজেলার ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরার মধ্য দিয়ে গনসংযোগ এর সূচনা করেন তিনি।
গনসংযোগে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হাফিজ দেওয়ান, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম, হোগোলবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ খলিল মেম্বারসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ।
![]()
এ সময় সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের আওয়ামী লীগের, ত্যাগী এই নেতাকে নৌকা মার্কার প্রতীক দিয়ে প্রার্থী হিসেবে দেখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে দাবি তোলেন।
