কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বুধবার ২৬ এপ্রিল সকাল ১১ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হতে ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ হতে ১২৫ জন এবং বাণিজ্য বিভাগ হতে ৫০ জন সহ সর্বমোট ১৭৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে।
পুলিশ সুপার কুষ্টিয়া ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ জনাব মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মুল্যবান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

অতঃপর তিনি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ নাজমুল আরেফিন, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, মোঃ শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১৭৫ জন এসএসসি পরীক্ষার্থী।
