কুষ্টিয়ায় স্বাধীনতা দিবসে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবসে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৬, ২০২৩
কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবসে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া সদর উপজেলা শাখার আয়োজনে চৌড়হাস মোড়ে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবসে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবসে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবসে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

উক্ত ও ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সদর উপজেলা শাখার সহ- সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক আল-আমিন শেখ হিমেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর অভি, উপ অর্থ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিক, উপ ছাত্রী বিষয়ক সম্পাদীকা তামান্না ইসলাম ইভা, সদর উপজেলা ছাত্রলীগ কর্মী চয়ন আলী, সাগর সরকার, রাসেল সহ অনেকেই।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আবু তালহা বলেন, পবিত্র মাহে রমজান সহমর্মিতার মাস। এ মাসে দুস্থ অসহায়দের পাশে ইফতার নিয়ে দাঁড়ানো যেমন একটি ভালো কাজ একই সাথে মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার জন্যে আত্মদানকারীর আত্মার মুক্তির পথ হিসেবে এ সমান্যকাজ কাজে আসতে পারে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

সাধারণ সম্পাদক আল-আমিন শেখ হিমেল বলেন, সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব আতাউর রহমান আতা চাচার প্রত্যক্ষ নির্দেশনায় আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। অসহায় পথচারী, ভ্যানচালক, রিক্সাচালক এমন অনেকেই রয়েছেন যারা খুব একটা বেশি কিছু দিয়ে ইফতার করার সুযোগ হয়ে ওঠে না তাদের পাশে আমরা আজকে ইফতার নিয়ে দাঁড়াতে পেরে বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া সদর উপজেলা শাখা কৃতজ্ঞ বোধ করছে।

আজকের এই মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতায় আত্মত্যাগ কারী সকল শহীদদের কথা স্মরণ করছি। একই সাথে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ এবং বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আত্মহতি দান করা সকল শহীদদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। এ ধরনের দুস্থদের পাশে দাঁড়ানোর কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া সদর উপজেলা শাখা অব্যহত রাখবে।

আরও পড়ুন: