৭ মার্চ ঐতিহাসিক দিবসে কুমারখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেই উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

৭ মার্চ ঐতিহাসিক দিবসে কুমারখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেই উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৮, ২০২৪

নিজ সংবাদ \\ কুষ্টিয়া কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৭ মার্চ ঐতিহাসিক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ ঘটনায়  ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কোন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটি,এম আবুল মুনসুর মনজু বলেন, ৭ মার্চ ঐতিহাসিক দিন। এই দিনে সারা বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উত্তোলন না হওয়া খুবই দুঃখজনক। এটা মেনে নেওয়ার মতো নয়। তিনি আরো বলেন, জাতীয় পতাকার প্রতি এমন অবহেলা প্রশাসনের ব্যর্থতা। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে এমন অবহেলা দুঃখজনক।