সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে পৌর বিজয় উল্লাস চত্ত্বর হতে র্যালীটি বের হয়ে সিরাজ উ-দৌল্লা সড়ক হয়ে কুষ্টিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ও কুষ্টিয়া কালেক্টর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

কুর্ষ্টিয়া পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই র্যালীতে অংশগ্রহণ করেন। পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় কুষ্টিয়া পৌরসভা প্যানেল অব মেয়র-১ শাহিন উদ্দিন সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক এ্যাডঃ লালিম হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, কুষ্টিয়া পৌরসভার এমপ্লোজিং ইউনিয়ন এর সভাপতি গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন৮ নং ওর্য়াডের কাউন্সিলর কৌশিক আহম্মেদ।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ্যাডঃ লালিম হক বলেন- নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতে হবে। তাহলে জঙ্গিবাদমুক্ত, সন্ত্রাসবাদমুক্ত ও অসাম্প্রদায়িক দেশ গঠন ও বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো।এই হোক আজকের জাতীয় শোক দিবসের অঙ্গিকার।

তিনি আরও বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আহবান জানান।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত করেন কুষ্টিয়া পৌরসভার পেশ ঈমাম আবুল কালাম আজাদ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যর আত্মার শান্তি কামানায় বাদ যোহর পৌর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন কুষ্টিয়া পৌরসভা সহকারী প্রকৌশলী (পানি) সাবিনা ইসলাম।
