১ম ও ২য় সেমি ফাইনাল তাথৈ-তাহিয়া আন্তঃজেলা টি২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

১ম ও ২য় সেমি ফাইনাল তাথৈ-তাহিয়া আন্তঃজেলা টি২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৩, ২০২৪

নিজ সংবাদ ॥  তাথৈ-তাহিয়া ক্রিকেট একাডেমির আয়োজনে ২য় বারের মতো তাথৈ-তাহিয়া আন্তঃজেলা টি২০ গোল্ডকাপ ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। গতকাল হাউজিং এফ ব্লক মাঠে উক্ত টুনামেন্টের ১ম ও ২য় সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ১ম সেমিফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করে তারা হল ঢাকা টেন টুয়েল্ভ ক্রিকেট একাদশ বনাম ইয়াং টায়র্গাস ক্রিকেট একাদশ মেহেরপুর।ে খলার শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত ন্যায়ইয়াং টায়র্গাস ক্রিকেট একাদশ মেহেরপুর। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে ঢাকা টেন টুয়েল্ভ ক্রিকেট একাদশ। জবাবে ২৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ইয়াং টায়র্গাস ক্রিকেট একাদশ মেহেরপুর। ফলে ১০০ রানের বড়জয় পায় ঢাকা টেন টুয়েল্ভ ক্রিকেট একাদশ। এতে করে তাথৈ-তাহিয়া আন্তঃজেলা টি২০ গোল্ডকাপ ক্রিকেট টুনামেন্ট সিজন-২ এর প্রথম ফাইনালিস্ট দল হিসেবে ফাইনালে পর্দাপন করে ঢাকা টেন টুয়েল্ভ ক্রিকেট একাদশ। দলের পক্ষে ৬০ বলে ১৪৭ রানের অনবর্দ্ধ এক বিধংষী ইনিংস খেলে ম্যান অফ দা ম্যাচ হয়েছে ঢাকা টেন টুয়েল্ভ ক্রিকেট একাদশ দলের ব্যাটসম্যান ইরফান তাগির। ম্যাচ শেষে ম্যান অফ দা ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক ও তাথৈ-তাহিয়া টি২০ ক্রিকেট একাডেমির আহ্বায়ক পারভেজ আনোয়ার তনু। এর পরে দুপুর ২টায় টুনামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হল পাংশা ক্রিকেট একাডেমি বনাম সুরুজ মিয়া গ্র“প ক্রিকেট একাদশ (নারায়নগঞ্জ)। খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত ন্যায় পাংশা ক্রিকেট একাডেমি।টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানসংগ্রহ করে পাংশা ক্রিকেটএকাডেমি। জবাবে ১৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান করে জয়ের বন্দরে পৌছে যায় সুরুজ মিয়া গ্র“প ক্রিকেট একাদশ (নারায়নগঞ্জ)। দলের পক্ষে ৪৯ বলে ৯৫ রান করে ম্যান অফ দা ম্যাচ হয়েছে সুরুজ মিয়া গ্র“প ক্রিকেট একাদশের ব্যাটসম্যান মোঃ হৃদয়।ম্যাচ শেষে ম্যান অফ দা ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক ও তাথৈ-তাহিয়া টি২০ ক্রিকেট একাডেমির আহ্বায়ক পারভেজ আনোয়ার তনু ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী (বুলবুল)।