আহত ১৫ দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আহত ১৫ দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৩

আহত ১৫ দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগ,কুষ্টিয়ার দৌলতপুরে বিবদমান বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের দুর্গম চিলমারীর চর বাজার সংলগ্ন উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে গবাদিপশু, আসবাবপত্র ও সম্পদ লুটের অভিযোগ উঠেছে।

 

আহত ১৫ দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগ

 

আহত ১৫ দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগ

অগ্নিদগ্ধসহ আহত ৮ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং বাকিরা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন সাগর মণ্ডল (২৫), দিনা মণ্ডল (৭০), ফারুক মণ্ডল (২২), নাসির (১৮), আনিসুর রহমান (৪০), নুরী (৭০), ফজল মণ্ডল (৫২) ও আশরাফুল (৩৫)।

দৌলতপুর উপজেলার চিলমারীর চরের শিকদার ও মণ্ডলের মধ্যে বিরোধ ছিল। দুই পক্ষের মধ্যে আগেও কয়েক দফা হামলা ও বেশ কয়েকটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনও রয়েছে।

ওই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার বিকেলে শিকদার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মণ্ডল পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আগুনে ইকবাল মণ্ডল, মোজাম্মেল মণ্ডল, জহুরুল মণ্ডল ও রানা মণ্ডলসহ ৫ জনের বাড়ি পুড়ে গেছে।

 

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলার ঘটনার বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী জানান, চলমান বিরোধের জেরে শিকদার পক্ষের লোকজনের হামলা, মারপিট ও অগ্নিসংযোগ করেছে। এতে অগ্নিদগ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ৫-৬টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমি ও সার্কেল স্যার ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

আহত ১৫ দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগ

 

আরও পড়ুন: