সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৮, ২০২৩
সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী এই বিক্ষোভ ও পদযাত্রা করে নেতাকর্মীরা।

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাশ্ববর্তী শেখপাড়া আংশিক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পুর্নরায় দলীয় টেন্টে এসে সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মামুন হোসেন, রকিবুল ইসলাম, মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ প্রতিটি হল-অনুষদের ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানচ্ছি। এই দেশ এখন এগিয়ে যাচ্ছে তবে পাশাপাশি এখনো ওই সময়ের মতে স্বাধীনতা বিরোধী শক্তি খুবই সজাগ। চক্রান্ত মোকাবেলায় ইবি প্রস্তুত আছে। ‘

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘ওই ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনা ন্যাক্কারজনক। যারা এতে জড়িত ছিলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ছাত্র সমাজ। উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল।

আরও পড়ুন: