হরিপুরবাসীর স্বপ্নের সেতু বাস্তবায়নে অনেক বড় অবদান আছে আমার পিতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হরিপুরবাসীর স্বপ্নের সেতু বাস্তবায়নে অনেক বড় অবদান আছে আমার পিতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৩

নিজ সংবাদ ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু বলেছেন, হরিপুরবাসীর স্বপ্নের শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু বাস্তবায়নে অনেক বড় অবদান আছে আমার পিতার। এখানে সেতু নির্মিত হবে, যা একসময় অনেকের কাছে ছিল হাস্যকর। হরিপুরবাসী যখন এ সেতুর দাবি তুলেছিল, তখন আমার পিতা তাদের পাশে দাঁড়িয়েছিল।

হরিপুরবাসীর স্বপ্নের সেতু বাস্তবায়নে অনেক বড় অবদান আছে আমার পিতার

এবিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে পত্র প্রেরণে সহযোগিতা করেছিল এবং আমার পিতার পরামর্শে ও সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া শহরে হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্মরণকালের স্মরণীয় দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। সেই মানববন্ধনে আমার পিতা হাজারো মানুষ নিয়ে অংশগ্রহণ করেছিল এবং সেতু নির্মাণের দাবিতে বক্তব্য রেখেছিল।

এখানে উপস্থিত অনেকেই সেদিন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। সেদিনের জাতীয় এবং স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ আজও এ সত্য ঘটনার স্বাক্ষী হয়ে আছে। অথচ আমার পিতার অবদান আজ অনেকেই আড়াল করার চেষ্টা করেন। তণু বলেন, হরিপুর বাসীর জীবন যাত্রার মান উন্নয়নে আমার অনেক স্বপ্ন আছে। যুব সমাজের লেখাপড়ার পাশাপাশি আউট সোর্সিংসহ অনলাইন ব্যবসা বানিজ্যের সুযোগ সৃষ্টির পরিকল্পনা আছে। রয়েছে বহুমুখি প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা।

তণু বলেন, অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে হরিপুর এখনও পিছিয়ে রয়েছে। রাস্তাঘাট, ড্রেন, নদীনালা সহ হাট-বাজারের উন্নয়নে রয়েছে আমার মহা পরিকল্পনা। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে রয়েছে একটি পূর্ণাঙ্গ কলেজ নির্মাণের পরিকল্পনা। তণু বলেন, হরিপুরের একটি বৃহৎ অংশ নদী ভাঙ্গনের কবলে পড়ে আছে। প্রতিবছর শত-শত হেক্টর জমি নদীর গর্বে বিলীন হওয়ায় মানুষ সর্বশান্ত হচ্ছে। নির্বাচিত হলে আমার বড় চ্যালেঞ্জ থাকবে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে হরিপুর ইউনিয়নকে রক্ষা করা। তণু বলেন, কুষ্টিয়াতে প্রচলিত আছে হরিপুরের মানুষ অনেক পরিশ্রমি। এখানকার নারী-পুরুষ কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করেন। আমি সেই খেটে খাওয়া মানুষের একজন সন্তান হয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই এবং আপনাদের এলাকার উন্নয়নে অংশীদার হতে চাই। তণু বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আওয়ামীলীগের নেতাকর্মীরা যার পক্ষে খুশি কাজ করবে, এটা তাদের ইচ্ছা’। আমি মনেকরি আওয়ামীলীগের নেতা-কর্মীরা তাদের আদর-স্নেহ থেকে আমাকে বঞ্চিত করবেন না,তারাও আমার পক্ষে কাজ করবেন।

তণু বলেন, আমি দলমতের উর্দ্ধে থেকে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে সকল দলের-সকল মতের মানুষ আমার কাছে যাওয়ার সুযোগ পাবেন। তণু বলেন, আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। আশারাখি ৭ জানুয়ারি নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং আপনাদের পাশে থেকে হাটশ হরিপুর সহ কুষ্টিয়া সদরের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। গতকাল কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনীক্যাম্প উদ্বোধন ও গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ারতণু এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন। এছাড়াও তণুর সাথে ছিলেন কুষ্টিয়া দি চেম্বার অবকর্মাসের পরিচালক ডাঃ আসমাজাহান লিজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দিনব্যাপি হরিপুর ইউনিয়ন ছাড়াও তণু কুষ্টিয়া শহরের ৯নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করেন। এসময় হাজারোনারী-পুরুষ তণুকে একনজর দেখারজন্য ছুটে আসেন এবং ঈগলপ্রতীকে ভোটপ্রদানেরআশাবাদ ব্যক্ত করেন।