কুষ্টিয়ায় এমটিবি ব্যাংকের 'স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট' শীর্ষক আলোচনা সভা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) কুষ্টিয়া শাখার উদ্যোগে “স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট” পশুর হাটে ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় এমটিবি ব্যাংকের ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ শীর্ষক আলোচনা সভা
সোমবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ফকিরাবাদ এলাকায় দিশা এ্যাগ্রো মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখা প্রধান আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন এমটিবি ডিজিটাল ব্যাংকিং ডিপার্টমেন্টের হেড খালিদ হুসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, দিশার সহকারী পরিচালক ওয়ারেশ সহ দিশা এগ্রো ফার্ম এর অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন খামারী মালিকরা।

অনুষ্ঠানে পশুর হাটে নগদ লেনদেন না করে কিউআর কোডে’র মাধ্যমে ডিজিটাল লেনদেন করার আহবান জানান বক্তারা। এছাড়াও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক শ’ টাকায় এমটিবি ব্যাংক কুষ্টিয়া শাখায় ব্যবসায়ীক একাউন্ট খোলে দেয়া ও কিউআর কোড কার্ড করে দেয়ার ঘোষণা দেয়া হয়।
