কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইদ হোসেন (৩০) মারা গেছেন। গত বুধবার রাত পৌণে তিনটার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার সদকী ইউনিয়নের তালুয়া মাজার এলাকার আবু বক্করের ছেলে। এছাড়াও তিনি সদকী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
পুলিশ জানায়, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর চড়াইকোল কোর্ড অফিসের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাইদ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক দেখে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে তিনটার দিকে তিনি মারা যান।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সাইদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
![]()
