কুমারখালীতে তিন দিন ব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব এর শুভ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে তিন দিন ব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব এর শুভ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৮, ২০২৩
কুমারখালীতে তিন দিন ব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব এর শুভ উদ্বোধন

স্বাধীনতার গানে এই স্লোগানকে সামনে রেখে।কুষ্টিয়া কুমারখালী উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে স্বাধীনতা যাত্রা উৎসব এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

কুমারখালীতে তিন দিন ব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব এর শুভ উদ্বোধন

কুমারখালীতে তিন দিন ব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব এর শুভ উদ্বোধন

কুমারখালীতে তিন দিন ব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব এর শুভ উদ্বোধন

শনিবার (১৮ মার্চ) পৌর শিশু পার্কে রাত ৮ টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আয়োজকরা জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কৃতির টানে স্বাধীনতার গানে প্রতিপাদ্যে তিন দিনব্যাপী যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথমদিনে উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান আইয়ুব পরিচালিত ঐতিহাসিক যাত্রাপালা ‘ নাচমহল ‘ মঞ্চায়িত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ কুমারখালীর মাটি ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক জনপদে পপরিপূর্ণ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা মঞ্চায়িতর মাধ্যমে হারানো ঐতিহ্য ফিরে পাবে।

আরও পড়ুন: