আওয়ামীলীগ করতে হলে জনগণের কাছে যেতে হবে – আজগর আলী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আওয়ামীলীগ করতে হলে জনগণের কাছে যেতে হবে – আজগর আলী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৭, ২০২৩
আওয়ামীলীগ করতে হলে জনগণের কাছে যেতে হবে - আজগর আলী

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালিন করা হয়েছে । বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীগের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কেক কাটা হয় । ১৭ই মার্চ শুক্রবার বিকেল ৩ টায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ অফিসের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় ।আওয়ামীলীগ করতে হলে জনগণের কাছে যেতে হবে-আজগর আলী।

আওয়ামীলীগ করতে হলে জনগণের কাছে যেতে হবে – আজগর আলী

আওয়ামীলীগ করতে হলে জনগণের কাছে যেতে হবে - আজগর আলী

আওয়ামীলীগ করতে হলে জনগণের কাছে যেতে হবে – আজগর আলী

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান এবং পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ।

এছাড়ও সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের জোষ্ঠ্য সহ সভাপতি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ আমিনুল হক রতন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মজনু জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোনিনুর রহমান মোমেজ, পৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সদর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা মহিলালীগের সভাপতি জেবুন নিসা সবুজ, জলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আজম, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম অনিক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, ।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা সকল উপজেলা থেকে আগত উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা ।

আলোচনা সভায় প্রধান বক্তা এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্ম হয়েছিলো একটি সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে । যে পরিবারের ব্যাপক গ্রহনযোগ্যতা ছিলো । আমাদের দেখার সুযোগ হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মের পর থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন । বঙ্গবন্ধু উনার জীবণদশায় কোন দিন বাঙালীর সাথে মুনাফেকি করেন নাই । তিনি সংগঠনকে সংগঠিত করেছেন ।

আজগর আলী আরোও বলেন, আওয়ামীলীগ মানে জনগনের দল । আমরা জনগনের দল করতে চাই । আমরা আওয়ামীলীগ করতে চাই । আওয়ামীলীগ মানে যে জনগনের কথা বলবে, জনগনের কাজ করবে । আওয়ামীলীগ করতে হলে জনগণের কাছে যেতে হবে ।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরো বলেন, নিজেকে নিজের জন্য তৈরি করতে হবে । কোন আকাম কুকাম করলে চলবে না । নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করতে হবে । বঙ্গবন্ধুর সারা জীবনের চরিত্র এত পবিত্র যা বিশ্বের নন্দীত মানুষেরা গ্রহন করেছে ।

আলোচনা সভার সভাপতি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, আওয়ামীলীগের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস । নির্বাচনের আর আট মাস আছে । জননেতা মাহাবুব উল আলম নির্বাচন করবে । এমন অপকর্ম করবেন না যেন (মাহাবুব উল আলম হানিফ) গায়ে যেন দাগ না লাগে ।

উপস্থিত নেতা কর্মিদের উদ্দেশ্যে সদর উদ্দিন খান বলেন, দয়া করে নির্বাচন মুখী কর্মকান্ড করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট ভিক্ষা করে বেড়াচ্ছেন আপনাদের জন্য । বঙ্গবন্ধুর জন্মদিন আজকে । ১০৩ তম জন্মদিন । ৪৬ কি ৪৭ বছর আমরা জন্মদিন পালন করতেছি । আজকে জাতীয় শিশু দিবস । বঙ্গবন্ধু শিশুকাল থেকেই গরীবদের মাঝে বই বিতরণ করেছেন । নিজের অর্থ যতটুকুই থাক না কেন গরীবদেরকে সাহায্য করেছে । এই হচ্ছে বঙ্গবন্ধু । শিশুদেরকে স্নেহের সঙ্গে দেখেছেন । এই কারনেই আজকে বঙ্গবন্ধুর জন্মদিনের সাথে জাতীয় শিশু দিবস পালন করা হয় ।

আরও পড়ুন: