মিরপুরে উপজেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন, বাইসাইকেল, ক্রীড়া সামগ্রী, কৃষি সামগ্রী ও চেক বিতরণ
মিরপুর উপজেলার প্রশিক্ষিত যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন, ছাত্রীদের জন্য বাইসাইকেল, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া প্রতিষ্ঠানদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বেঞ্চ, ক্যান্সার ও কিডনী রোগীদের চেক, যুব ঋণের চেক, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মিরপুরে উপজেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন, বাইসাইকেল, ক্রীড়া সামগ্রী, কৃষি সামগ্রী ও চেক বিতরণ
৩১ জুলাই সোমবার দুপুরে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবদুল হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশীদ, পৌর মেয়র হাজী এনামুল হক, মিরপুর থানার ওসি তদন্ত শফিকুল ইসলামসহ অন্যারা।
এসময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা জেলা সহ সকল উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় ১৮৬ টি সেলাই মেশিন, ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত অসহায় রোগিদের মাঝে ৮২ টি ৫০ হাজার করে মোট = ৪১ লাখ টাকার চেক বিতরণ, নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য ছাত্রীদের মাঝে ৩০ টি বাইসাইকেল, উপজেলা পর্যায়ে এস এসসি ও দাখিল মাদরাসায় সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব স্মারক প্রদান, উপজেলা ক্রীড়া সংস্থাসহ মিরপুর উপজেলার ৫৪ টি ক্লাবসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (মাধ্যমিক) ও (প্রাথমিক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও প্রাথমিকে বিজয়ীদের মাঝে সম্মাননা। এছাড়াও হ্যান্ডবল, ক্রিকেট খেলাধুলা সামগ্রী এছাড়া কৃষকদের মাঝে সার বিজ এবং গাছের চারা বিতরণ করা হয়।
![]()
