সুষ্ঠ নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারবে না: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সুষ্ঠ নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারবে না: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মূখর পরিবেশে প্রার্থীরা প্রচারনা করছে। এরই আলোকে কুষ্টিয়া-৩ সদর আসনের অন্তর্গত আব্দালপুর ইউনিয়নের লক্ষীপুর বাসস্ট্যান্ড থেকে ধানের শীষের পক্ষে কর্মী সমর্থকেরা নির্বাচনী পথসভা করেন। অনুষ্ঠানে কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারি ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড় অতিক্রম করে পথসভাটি মধুপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ পথসভায় হাজারো নেতাকর্মী অংশ নেয়। সেখানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।

উপস্থাপনা করেন ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন, আব্দুল মঈদ বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম ও সিনিয়র সদস্য অধ্যাপক মাহাবুব আলম বিশু, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু, ইবি ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মহসীন আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মতিয়ার রহমান মাস্টার, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিবার রহমান, সার্চ কমিটির সাবেক সদস্য ফিরোজুর রহমান ফিরোজ, তবিবুর রহমান তপু, ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল ইসলাম রকি। পথসভা পরিচালনা করেন আব্দালপুর ইউনিয়ন যুবদল নেতা হারুন অর রশিদ হারুন, ছাত্র দলের নেতা আবির হোসেনসহ দলীয় নেতাকর্মী। পথসভায় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস সরকারের “দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণ”-এর বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। সে লক্ষ্যে গত বছরে জুলাই গনঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে।

গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও এদেশে তার দোসররা এখনো আছে। এক সময় যারা আওয়ামী ফ্যাসিবাদের দালালি করতো আজ তারা নির্বাচন নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। বিভিন্ন সময়ে তাদেরকে বেহেশতের টিকিট বিক্রি করতে দেখা যাচ্ছে। তারা একবার বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আরেক সময় গনভোটের দাবি করছে। আসলে তারা জানে এদেশে সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী দল ক্ষমতায় যেতে পারবে না। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এ দেশের মানুষ ভোট দেওয়ার জন্য ১৭ বছর অপেক্ষা করছে। দেশের উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। এদিকে অন্যান্য বক্তারা বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে বিএনপির প্রার্থীই বিপুল ভোটে বিজয়ী হবেন। পরে উজানগ্রাম ইউনিয়নে পৃথক স্থানে নির্বাচনী প্রচারনা জোরদারে উঠান বৈঠক করেন, প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি এলাকা ঘুরে ধানের শীষে ভোট চেয়ে প্রচার চালান এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।