সংবাদ বিজ্ঞপ্তি ॥ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এল.কবির তুহিন ইন্তেকাল করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের বীর সেনানী কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এল.কবির তুহিন (৫৬) আমাদের মাঝে আর নেই।
তিনি গত বৃহস্পতিবার আনুমানিক রাত ১টায় ঢাকায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত শারিরীক ভাবে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। তিনি মরহুমের বিদ্রেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
