কুমারখালীতে সাবেক এমপি আব্দুর রউফের গণসংযোগ শান্তি সমাবেশ অনুষ্ঠিত
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নে শুক্রবার বিকেলে ব্যাপক গণসংযোগ ও শান্তি সমাবেশ করেছেন কুষ্টিয়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

কুমারখালীতে সাবেক এমপি আব্দুর রউফের গণসংযোগ শান্তি সমাবেশ অনুষ্ঠিত
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। যতদিন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকবে, ততদিন দেশের উন্নয়ন হবে। দেশের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে সবাইকে বারবার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সুভাষ দত্ত এবং সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, যুবলীগ নেতা রবিউল আওয়াল, ছাত্রলীগ নেতা কাজল শেখসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
![]()
