ব্যাক্তিগত সহকারীকে অব্যাহতি দিলো ইবি ভিসি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ব্যাক্তিগত সহকারীকে অব্যাহতি দিলো ইবি ভিসি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ব্যাক্তিগত সহকারীকে অব্যাহতি দিলো ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী (পিএস) আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য জানিয়েছেন।

ব্যাক্তিগত সহকারীকে অব্যাহতি দিলো ইবি ভিসি

ব্যাক্তিগত সহকারীকে অব্যাহতি দিলো ইবি ভিসি

ব্যাক্তিগত সহকারীকে অব্যাহতি দিলো ইবি ভিসি

জানা যায়, বুধবার রাতে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তার পিএসকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘ভিসি স্যার গতরাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই সকালে এসে অব্যাহিতর আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহত দেওয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি।’

এ বিষয়ে ভিসির ব্যক্তিগত সহকারী আইয়ুব আলীকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এরআগে, পিএস আইয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর ও মারধরও করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন আইয়ূবকে পদ থেকে সরানো হয়নি। তবে ভিসির অডিও ফাঁসের ঘটনার পর তাকে অব্যাহতি দেওয়া হলো।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও পড়ুন: