ক্যাডার বৈষম্য দূরীকরণে কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাডার বৈষম্য দূরীকরণে কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১২, ২০২৩
ক্যাডার বৈষম্য দূরীকরণে কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকগণের সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে ।

ক্যাডার বৈষম্য দূরীকরণে কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

ক্যাডার বৈষম্য দূরীকরণে কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

ক্যাডার বৈষম্য দূরীকরণে কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

বুধবার কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে ২য় দিনের মতো পূর্ণ কর্মবিরতি পালন করা হয়। আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ক্যাডারের অনুকূলে দেওয়া অনুশাসন বাংলাদেশ সচিবালয় কর্তৃক বাস্তবায়িত না হওয়ায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ১০, ১১, ১২ অক্টোবর দেশব্যাপী সকল সরকারি কলেজে পূর্ণ কর্মবিরতি চলছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এছাড়াও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের নিয়মিত পদোন্নতি, চাকুরী স্থায়ীকরণে জটিলতাসহ শিক্ষা ক্যাডারের বিভিন্ন বৈষম্যের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সরকারি কলেজের শিক্ষকগণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কুষ্টিয়া সরকারি কলেজে ১১ অক্টোবর কর্মবিরতির দ্বিতীয় দিনে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ-প্রফেসর শিশির কুমার রায়, উপাধ্যক্ষ-প্রফেসর মোঃ আনছার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক – জনাব লাল মোহাম্মদ, সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, সহকারী অধ্যাপক মোঃ হাশিমুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় শিক্ষকগণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবীসমূহ পূরণ এবং ইতোপূর্বে প্রদত্ত অনুশাসন বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন: