সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে ইবি শিক্ষকদের কর্মবিরতি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে ইবি শিক্ষকদের কর্মবিরতি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৯, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত নীতিমালার প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে গতকাল মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। কর্মসূচি চলাকালীন সময়ে শিক্ষকরা পাঠদান কার্যক্রমে অংশ নেননি। তবে পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতাভুক্ত ছিল না বলে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, আমরা ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি পালন করেছি। প্রত্যেক শিক্ষকই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করেছে। এর আগে, ফেডারেশনের আহ্বানে গত রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। মানববন্ধনে আগামী ৪ জুনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা।