মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩৩তম তিরোধান দিবস ২০২৩ এর সমাপনী দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবরে সন্ধায় কুমারখালি উপজেলার ছেউড়িয়ায় লালন একাডেমির আয়োজনে ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩৩তম তিরোধান দিবসের সমাপনী আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সমাজ পরিবর্তনে লালনের দর্শনগুলো চর্চা করতে হবে : অতিরিক্ত কমিশনার তবিবুর রহমান
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, কুষ্টিয়া আদালতের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম(টুকু), বিশিষ্ট লালন গবেষক গাজী মঞ্জুরুল ইসলাম আল-সুরেশ্বরী, কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুরশেদ।
জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে এসময় শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন বানু, স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ও লালন একাডেমীর এডহক কমিটির সদস্য সেলিম হক।
বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে গতকাল দুপুরে আগত লালন ভক্ত অনুসারীদের পূণ্য সেবার আয়োজন করা হয়।ঐতিহ্যবাহী লালন মেলা। দেশ এবং দেশের বাইরে থেকে লালন অনুসারী ও ভক্তরা জড়ো হয়েছিলেন এবার মাজারপ্রাঙ্গণে। তারা দলবদ্ধভাবে লালন সাইজির বিভিন্ন গান পরিবেশন করেন, অন্যদিকে লালন মাজারের মাঠে বসেছে গ্রামীণ মেলা, মেলা উপলক্ষে হরেক রকমের দোকান বসেছে, মেলার প্রথম দিনেই নানান বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তিরোধান দিবস উপলক্ষে লালন মাজার ও মাঠ প্রাঙ্গনে পুলিশ,র্যাব, আনসার সহ স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা প্রদান করছেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তবিবুর রহমান বলেন আজকে আমাদের সমাজ শিক্ষাদিক্ষায় অনেক উন্নতি পর্যায়ে উপনিত হয়েছে, আর এই উন্নতির পিছনে কবি, সাহিত্যক বাউল, সাধক এদের অবদান অনেক ছিল, তার মধ্যে লালন একজন তিনি একজন বড় দার্শনিক ছিলেন। আমাদের মধ্যে বর্তমানে নৈতিকতা বড়ই অভাব দেখা দিয়েছে, নৈতিকতার অধঃপতন দেখা দিয়েছে, আরে অনৈতিকতা থেকে দূরে থাকতে লালনের গান চর্চা করা জরুরি, আমাদের সবসময়ই সত্য কথা বলতে হবে মিথ্যাকে বর্জন করতে হবে। আমাদের যার যার পেশা থেকে সৎভাবে কাজ করতে হবে। সমাজ পরিবর্তনে লালনের দর্শনগুলো চর্চা করতে হবে। আমাদের দেশ যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, নিজের কাজগুলো গুরুত্ব দিয়ে করতে হবে।
