আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু বলেছেন, কুষ্টিয়া সদরকে দূর্ণীতিমুক্ত করতে ঈগল প্রতীকে ভোট দিন।

তিনি বলেন, কুষ্টিয়া সদরের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দূর্ণীতির মহাৎসব চলছে। বিভিন্ন কাজের নামে চলছে নিরব চাঁদাবাজী। এক শ্রেণির সুবিধাভোগী নেতা ও দলে অনুপ্রবেশকারী কিছু মানুষ সরকার ও দলের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্ম করে চলেছে। এসব অপকর্মের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায়না। তণু বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তাহলে আপনাদেরকে সাথে নিয়েই এসব অপকর্ম প্রতিহত করবো।
তণু বলেন, আমার পিতা অন্যায়ের কাছে কোন দিন মাথানত করেননি, আমি ও তাঁর সন্তান হিসেবে কোন অন্যায়ের কাছে মাথানত করবো না। তণু বলেন, আমি নির্যাতিত, নিপীড়িত, অসহায়, বঞ্চিত মানুষের সাথে সব সময় আছি এবং থাকবো। তিনি বলেন, কুষ্টিয়া সদরকে আরও আধুনিকায়ন ও উন্নয়ন করতে আমার একটি মহাপরিকল্পনা আছে। যদি সুযোগ পাই আমার পরিকল্পনা বাস্তয়ানের মধ্য দিয়ে স্মার্ট কুষ্টিয়া সদর গড়বো। আশা রাখি ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং আপনাদের জনপ্রতিনিধি হিসেবে পাশে থাকার সুযোগ দিবেন।
রবিবার দিনব্যাপি কুষ্টিয়া শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার করিমপুর বাজার, হররা মেটনসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন এবং শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় শত-শত নারী-পুরুষ তণুকে একনজর দেখার জন্য ছুটে আসেন। তারা ঈগল প্রতীকে ভোট প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
