অটোচালক সবুজ মন্ডল হত্যার ঘটনার আরও ১ জন আসামি ববি খাতুন গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অটোচালক সবুজ মন্ডল হত্যার ঘটনার আরও ১ জন আসামি ববি খাতুন গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৫, ২০২৩
কুষ্টিয়ায় অটোচালক সবুজ মন্ডল হত্যার ঘটনার আরও ১ জন আসামি ববি খাতুন গ্রেফতার

কুষ্টিয়ায় অটোচালক সবুজ মন্ডল হত্যার ঘটনার এজাহার নামীয় আরও ১ জন আসামি ববি খাতুন (২৪) কে গ্রেফতার করা হয়েছে।

অটোচালক সবুজ মন্ডল হত্যার ঘটনার আরও ১ জন আসামি ববি খাতুন গ্রেফতার

অটোচালক সবুজ মন্ডল হত্যার ঘটনার আরও ১ জন আসামি ববি খাতুন গ্রেফতার

অটোচালক সবুজ মন্ডল হত্যার ঘটনার আরও ১ জন আসামি ববি খাতুন গ্রেফতার

কুষ্টিয়া পুলিশ সুপার আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), নির্দেশক্রমে মাহফুজুল হক চৌধুরী, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা, কুষ্টিয়ার সহযোগিতায় এসআই(নিঃ)/সুলতান মাহমুদ, জেলা গোয়েন্দা শাখা সঙ্গীয় ফোর্সের সমন্বিত সহযোগিতায় এজাহার নামীয় আসামী মোছাঃ ববি খাতুন (২৪), পিতা-মোঃ শফিকুল ইসলাম, স্বামী-মোঃ জনি হোসেন, সাং-বারখাদা ত্রিমোহনী, থানা ও জেলা-কুষ্টিয়া ইং ০৫/১০/২৩খ্রিঃ তারিখ বেলা ১২.০৫ টার সময় নারী কনস্টেবল-এর সহায়তায় আসামীকে মিরপুর থানাধীন পোড়াদহ এলাকা থেকে গ্রেফতার করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উক্ত আসামীকে প্রয়োজনীয় পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, কুষ্টিয়া মডেল থানার মামলা নং-২০, তাং-০৭/০৯/২৩ ইং, ধারাঃ-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড মামলার এজাহার নামীয় অন্যান্য আসামীদের সহিত আসামী মোছাঃ ববি খাতুন একই উদ্দেশ্যে সাধনের জন্য ভিকটিম সবুজ মন্ডল(৩০) কে তারা পরিকল্পিত ভাবে হত্যা করে এ্যামবুলেন্স যোগে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ঘোড়ামারা ব্রীজ, সংলগ্ন ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির রাস্তার বিপরীতের পশ্চিম পাশের ঝোপের মধ্যে গভীর রাত্রে ফেলে রাখে।

আরও পড়ুন: