বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব ও ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বারখাদা এলাকায় তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ২য় দিন গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে, বারখাদা শাখা মন্দির কমিটির সভাপতি শ্রী অশিত কুমার বিশ্বাসের পুত্র অশীম কুমার বিশ্বাসের সভাপতিত্বে মহোৎসব ও ধর্মালোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয় আব্দুল মাজেদসহ সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ধর্ম যার উৎসব সবার। আমরা আপনাদেরকে কখনো সংখ্যালঘু ভাবি না। এর আগে আপনাদের মন্দিরগুলো ঘুরে দেখেছি, খুব সুন্দর ভাবে উৎসব পালন করা হয়। আমরা যেমন এ দেশের নাগরিক, তেমনিভাবে সনাতনী ভাই বোনরাও জন্মসূত্রে এদেশের নাগরিক। আমরা যে স্বাধীনতা ও অধিকার ভোগ করি, আমরা বিশ্বাস করি সনাতনী ভাই বোনেরাও একই স্বাধীনতা ভোগ করেন এবং আগামী দিনেও করবেন। আমরা যে কোন পরিস্থিতি আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এখানে আলোচক আলোচনা করছিলেন, আল্লাহ রব্বুল আলামীন বলেছেন, প্রত্যেকটা জাতির মধ্যে নবী পাঠিয়েছেন। উনার এই সুন্দর আলোচনাই কিন্তু এই দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে এবং সকল ধর্মের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করতে পারে। আমরা জাতি ধর্মবর্ন নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলবো।
