দৈনিক সত্যখবর পত্রিকার যুগপূর্তি উদযাপন
“আমরা সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পাই না” শ্লোগানকে ধারণ করে কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সত্যখবর পত্রিকা হাটি হাটি পা পা করে এক যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সত্যখবর পত্রিকার যুগপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।

দৈনিক সত্যখবর পত্রিকার যুগপূর্তি উদযাপন
গত শুক্রবার (৩ মার্চ ২০২৩) সন্ধ্যা ৭ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতার ঘোষণাপত্রের মূল রচয়িতা ও সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমীর-ঊল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ খালেদা খানম।
দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে ও প্রকাশক-সম্পাদক হাসিবুর রহমান রিজুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জজ কোর্টের জিপি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.স.ম. আক্তারুজ্জামান মাসুম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক চামেলী জামান, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি শ্রীমতি রাধা রানী দত্ত (ভারত), সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু।

এছাড়া সত্যখবর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে ফুলেল শুভেচ্ছা জানান ও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এম সম্পা মাহমুদ, সত্যখবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আসাদুল ইসলাম, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক-সম্পাদক ও কুষ্টিয়া উইমেন্স ক্লাব এর সভাপতি নুরুন্নাহার সীমা, দৈনিক লালন কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আতিকুজ্জামান ছন্দ, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রাকিবুল হাসান লর্ড সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় শিল্পী ও স্থানীয় শিল্পীদের গান ও নৃত্যু পরিবেশন করা হয়। যুগপূর্তি অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় টিভি ও পত্রিকার সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সত্যখবর পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। যুগপূর্তি উপলক্ষে সত্যখর পত্রিকার সকল সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
