কুষ্টিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২, ২০২৩
কুষ্টিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

কুষ্টিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

কুষ্টিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

কুষ্টিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনারে অংশ প্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ সাগিরুল ইসলাম।

সেমিনারে উন্নত চুলার উপর গবেষণামূলক বক্তব্য রাখেন, জ্বালানী গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটের সায়েন্টিফিক অফিসার নাসিম আহম্মদ। সেমিনারে দেশের অর্থনৈতিক উন্নয়নে বাঁশের সঠিক ব্যবহার করে দেশকে অর্থনীতিতে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নত চুলা ব্যবহারের মাধ্যমে দেশ থেকে জ্বালানীর সংকট দূরিকরণের উপর তাগিদ দেয়া হয়। যা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোছাঃ শারমিন আক্তার, কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন, কুষ্টিয়া জর্জ কোর্টের জিপি এ্যাডঃ আক্তারুজ্জামান মাসুম,কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম কুমার শীল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাদশাসহ জেলা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অপরদিকে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনীতে কৃষি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও হস্তশিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠান মোট ১৭টি স্টলে তাদের উপকরণগুলো প্রদর্শন করেন।

আরও পড়ুন: