কুমারখালীতে শিলাইদহ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
কুষ্টিয়ার কুমারখালীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলার শিলাইদহ প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। শিলাইদহ এস,পি এল টুর্নামেন্ট কমিটির আয়োজনে দুপুরে শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

কুমারখালীতে শিলাইদহ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিলাইদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দীন খান তারেকের সভাপতিত্বে টুর্নামেন্টেটির উদ্বোধন করেন কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামছুজ্জামান অরুণ।
ক্রিয়া সংগঠক আরিফ জামানের ধারাবর্ণনায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,পৌর কাউন্সিলর এস,এম রফিক,সাবেক ছাত্রলীগ নেতা রাসেল হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু হানিফ সেখসহ অনেকেই।

উদ্বোধনী খেলায় ভোরের পাখি স্পোর্টস একাডেমি ও এম,জে রাইডার্স নামের দুটি দল একে অপরের মোকাবিলায় মাঠে মুখোমুখি হয়। টুর্নামেন্টে ৬ টি দলের অংশগ্রহণে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব সামছুজ্জামান অরুণ বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব সমাজকে মোবাইল ও ইন্টারনেটের আসক্তি থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোন বিকল্প নেয়। তাই আমাদের আরও বেশি বেশি করব এই ধরনের খেলার আয়োজন করতে হবে।
