কুষ্টিয়া -৪ (কুমারখালী – খোকসা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে কুমারখালীর বাগুলাট ইউনিয়নের শেখপাড়াবাসী তাকে সংবর্ধণা প্রদান করেন।

শেখপাড়া খয়বার শেখের বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদে আছে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সবাইকে শেখ হাসিনার সঙ্গে থাকার অনুরোধ করেন তিনি। বাগুলাট ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান জামাল সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বক্কর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাগর প্রমূখ।
