কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৭, ২০২৩
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০ টায় কুষ্টিয়া সদর উপজেলার সকল কলেজের শিক্ষক সমাজের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়৷

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরজাহান শারমীনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক-উজ-জামান , জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ,জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান পুলক সহ সদর উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলীরা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে  তেলোয়াত করা হয় এবং গিতা থেকে পাঠ করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে সরাসরি প্রশ্নোত্তর পর্বে  বিভিন্ন কলেজের শিক্ষকরা বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরেন এবং তাদের সুবিধা অসুবিধা নিয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করেন।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ বলেন কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার মান নিয়ে বা শিক্ষকদের নিয়ে আপনাদের ভাবনাটাও আজকে আলোচনা সভার মধ্যে উঠে এসেছে যেটা এই সময় খুব প্রয়োজন। আপনাদের মধ্যে কয়েকজন শিক্ষক অনেকগুলো ভালো কথা বলেছেন আমাদের আলো অনেক কিছু পরামর্শ দিয়েছেন,কিছু দাবিদাওয়ার মাঝেও কিছু ভালো ভালো কথা যে বেরিয়ে এসেছে। আমি কিন্তু সবসময় বলি শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, শিক্ষক একটা জাতি কে পরিবর্তন করে দিতে পারে, তবে সব শিক্ষকদের মাঝে এই বিষয় টা না থাকায় উত্তম যে চাকরি করলাম বেতন পাইলাম ভাতা পাইলাম শেষ। আপনাদের শিক্ষতার পাশাপাশি সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শিক্ষা ভাবনা ছিল অসাধারণ, একটা স্বাধীন দেশ যখন আমরা যুদ্ধ করে স্বাধীন করলাম দেশটা নেতৃত্বে উনি যখন দেশের দায়িত্ব নিলেন ৭২ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করলেন সেটা ছিল একটা যুদ্ধবিদস্ত দেশ আজকে যাদের বয়স ৫০। কি ছিল না আদালত,না, না স্কুল ভবন।আজকে আমরা কিন্তু এখন লক্ষ কোটি টাকার বাজেট করি, হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করার মতো সামর্থ সেই সময়  ছিল না, চাইলেই দেশের উন্নয়ন করার ইচ্ছা করলে করা সম্ভব ছিল না, কিন্তু এর মধ্যে বঙ্গবন্ধু কিন্তু সেই সময়ে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন শিক্ষাখাত কে। বঙ্গবন্ধু সেই সময় বিশ হাজার স্কুল জাতীয়করণ করেছিলেন এটা কিন্তু সহজ সিদ্ধান্ত ছিল না।

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এনটিআরসির মাধ্যমে আমাদের শিক্ষকের নিয়োগের একটা পদ্ধতি ব্যবস্থা করেছেন, আপনাকে পরীক্ষা পাস করে তারপরে অনেকগুলো ধাপ করে তারপর শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন, আর এই স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে আদর্শ শিক্ষক পাচ্ছে জাতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রতিটি উপজেলা দুটি করে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। আপনারা জানেন যে ২০০৬ সালের বাজেট ছিল ৬০ হাজার কোটি টাকা যা এখন সেখানে ৭ লক্ষ ৬২ হাজার কোটি টাকা। সবক্ষেত্রে বাংলাদেশ আজ অভাবনীয় উন্নয়ন করেছে।তাই আজকে বলবো সুন্দর প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

এছাড়া আলোচনা সভার শুরুতে সাংবাদিকদের সাথে ব্রিফ কালে সাংসদ হানিফ বলেন কোন একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া-না নেওয়ার উপরে নির্ভর করবেনা জাতীয় সংসদ নির্বাচন,  একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেটি অংশগ্রহন মূলক হবেনা সেটা বলার কোন সুযোগ নেই। ৪০-৪২ টি নিবন্ধিতরাজনৈতিক দলের মধ্যে দুই-একটি দল নির্বাচনে না আসলে অংশগ্রহনমূলক নির্বাচনে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবেনা।এসময় হানিফ আরও বলেন, মির্জা ফকরুলের সম্প্রতি বক্তব্য শুনে মনে হয় উনারা আন্দোলন সংগ্রামে ব্যার্থ হয়ে মস্তিস্ক নষ্ট হয়ে গেছে। যারা আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে না তারা হয় অন্ধ নয়তো বুদ্ধি প্রতিবন্ধি। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাদের দূর্নীতি, অপশাসন ও চরম ব্যার্থতায় দেশকে পিছিয়ে নিয়ে গিয়েছিলো এবং অন্ধকারে তলিয়ে দিয়েছিলো। আজ সেখান থেকে আলোয় উচ্ছাসিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: