শিক্ষার্থীরাদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিক্ষার্থীরাদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৭, ২০২৪

নিজ সংবাদ ॥ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে কুষ্টিয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে কুষ্টিয়া শহরের বিভিন্ন মোড়ে বিক্ষোভ মিছিল করেন।

শহরের মজমপুর এলাকায়  সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সরকারি কলেজ, ইসলামিয়া কলেজ, সরকারি বালিকা, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, সেন্ট্রাল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

পরে সাড়ে চারটার দিকে কর্মসূচি শেষ হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোন আহত হয়েছে। তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।