দেশ ও জনগণের স্বার্থে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর : অ্যাডিশনাল আইজিপি শাহাবুদ্দীন খান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশ ও জনগণের স্বার্থে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর : অ্যাডিশনাল আইজিপি শাহাবুদ্দীন খান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৪, ২০২৩
দেশ ও জনগণের স্বার্থে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর : অ্যাডিশনাল আইজিপি শাহাবুদ্দীন খান

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চৌড়হাঁস হাইওয়ে থানায় এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ ইউনিট খুলনা অঞ্চলের আয়োজনে হাইওয়ে পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান (বিপিএম বার) । হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান চৌড়হাঁস হাইওয়ে থানায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম ও হাইওয়ে পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার ইব্রাহিম খলিল ।

দেশ ও জনগণের স্বার্থে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর : অ্যাডিশনাল আইজিপি শাহাবুদ্দীন খান

দেশ ও জনগণের স্বার্থে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর : অ্যাডিশনাল আইজিপি শাহাবুদ্দীন খান

দেশ ও জনগণের স্বার্থে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর : অ্যাডিশনাল আইজিপি শাহাবুদ্দীন খান

এছাড়াও কুষ্টিয়া জেলা পুলিশের নারী ও পুুরুষ সদস্যদের নিয়ে গঠিত একটি চৌকস দল হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান’কে গার্ড অব অর্নার প্রদান করেন । এসময় বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের দক্ষিণ বিভাগের ডিআইজি সালমা বেগম, হাইওয়ে পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম । এছাড়াও উপস্থিত ছিলেন, বিআরটিএ কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আতিকুল আলম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ, চৌড়হাঁস হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত চৌধুরী, আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজান রহমান, রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান এবং বারো বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর হোসেন ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহন করে পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বাস মালিক গ্র“পের সাবেক কার্যকরী সভাপতি আতাহার আলী, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাছুদ শেখ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাভলু, কুষ্টিয়া আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান এবং সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম ।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বাস মালিক ও ট্রাক মালিক সহ বিভিন্ন যানবাহন মালিক সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

উপস্থিত পরিবহন নেতারা বর্তমানে যে সমস্ত গাড়ী রাস্তায় চলাচলের মেয়াদ ২০ বছর সেগুলোর মেয়াদ বাড়য়ে ২৫ বছর এবং যে সমস্ত গাড়ী রাস্তায় চলাচলের মেয়াদ ২৫ বছর সেগুলোর মেয়াদ বাড়ায়ে ৩০ বছর করার জন্য হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান’র প্রতি বিশেষ অনুরোধ জানান। বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে তিনি পরিবহন নেতাদের জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান বলেন, আমাদের জাতীয় জীবনে মহাসড়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দেশে যদি মহাসড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে সেই দেশ দ্রুত সময়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে। তাই দেশ ও জনগণের স্বার্থে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। শাহাবুদ্দীন খান আরো বলেন, নিরাপদ সড়কের জন্য যেমন হাইওয়ে পুলিশ কাজ করছে, তেমনি আপনাদের সকালের সহযোগিতা প্রয়োজন, আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে কাজ করলে নিরাপদ সড়ক উপহার দিতে পারবো। এছাড়া সড়কে চলাচলরত ড্রাইভারদের তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য আমরা হাইওয়ে পুলিশ নামে অ্যাপস চালু করেছি, যার মাধ্যমে চব্বিশ ঘণ্টা দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করতে পারছি। আগের থেকে বর্তমানে বাংলাদেশের মহাসড়ক অনেক উন্নত এবং হাইওয়ে পুলিশ নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার কারনে দেশের যেকোনো প্রান্তে বিভিন্ন পণ্য আনা-নেওয়া অনেক সহজ হয়ে গেছে।

দূর্ঘটনায় কবলিত যানবাহন সম্পর্কে শাহাবুদ্দীন খান বলেন, পূর্বে কোন যানবাহন দূর্ঘটনার কবলে পড়লে তা ফেরৎ পেতে যানবাহন মালিকদের অনেক সময় লাগতো এবং বেগ পোহাতে হতো। কিন্তু বর্তমানে দেশে তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে আগের তুলনায় সময় লাগে না বললেই চলে। পুলিশের অনিয়ম সম্পর্কিত পরিবহন নেতাদের প্রশ্নের জবাবে শাহাবুদ্দীন খান আরো বলেন, হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোন পরিবহন শ্রমিকদের কাছে টাকা দাবী করে তাহলে সেই পুলিশ সদস্যের তথ্য আমাকে সাথে সাথে জানাবেন। তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আমার মোবাইল সব সময় আপনাদের জন্য খোলা থাকে, হাইওয়ে পুলিশ বা কোন কর্মকর্তার যে কোন অনিয়ম দেখলে তার ছবি তুলে আমাকে পাঠাবেন। ভালো মন্দ সব জায়গাতেই আছে। কোথাও কোন অনিয়ম দেখা দিলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়ও অবৈধ যানবাহন হাইওয়ে’তে চলাচলের বিষয়ে উপস্থিত কর্মকর্তা ও হাইওয়ে পুলিশ সদস্যদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান।

মতবিনিময় সভার শেষে চৌড়হাঁস হাইওয়ে থানা ও আরাপপুর হাইওয়ে থানাকে নতুন গাড়ি হস্তান্তর করেন অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান। এছাড়াও তিনি চৌড়হাঁস হাইওয়ে থানা চত্ত্বরে বৃক্ষরোপণ করেন এবং থানার পিছনে নব্য খননকৃত পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়ও কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম সম্প্রতি হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসাবে বদলি হাওয়ার আইজিপি শাহাবুদ্দীন খান তাকে হাইওয়ে পুলিশে স্বাগতম জানান।

আরও পড়ুন: