হরিনারায়ণপুরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন মাহবুবউল আলম হানিফ এমপি
ধর্ম যার যার উৎসব সবার, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুরে সমস্ত পূজা মন্ডপে উপস্থিত হয়ে সনাতনী ধর্মালম্বী সবার সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলিগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ। ২৩শে অক্টোবর সোমবার হরিনারায়ণপুরে মাহবুবউল আলম হানিফ (এম পি) আগমন উপলক্ষে ইউনিয়নের সমস্ত সনাতনী ধর্মালম্বীদের মাঝে সকাল থেকেই বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছিল।

হরিনারায়ণপুরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন মাহবুবউল আলম হানিফ এমপি
এছাড়াও প্রায় সমস্ত পূজা মন্ডপগুলো জাকজমকপূর্ন সাজ সজ্জায় সজ্জিত করা হচ্ছিল। এমপির আগমন উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলিগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের সমস্ত নেতানেত্রীরা এমপির সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করার জন্য সকাল থেকেই বিভিন্ন কর্মসূচী ও মিছিল, ও মটরসাইকেল শোডাউনের মাধ্যমে এমপির সাথে ইউনিয়নের পূজামন্ডপগুলো পরিদর্শন করে।
হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর কমল আশ্রম সার্বজনীন পূজা মন্ডপে সনাতনী পরিবারের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় কালে মাহবুবউল আলম হানিফ মন্দিরের বিভিন্ন কাজ দেখে তার প্রশাংসা করেন ও শিবপুর কমল আশ্রম মন্দিরের জন্য আরও সাহায্যে দেওয়ার ঘোষনা দেন। শিবপুর পূজা মন্ডপে তাকে ফুলের তোরণ দিয়ে শুভেচ্ছা জানান শিবপুর কমল আশ্রম কমিটি। এছাড়াও শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামীলিগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।
শিবপুরে সনাতনী ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মাহবুবউল আলম হানিফ এমপি হরিনারায়ণপুর ইউনিয়নের কাচারি মাঠে সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও হরিনারায়ণপুর কাচারি মাঠের পূজা বিসর্জন দেওয়ার জন্য পাশেই কালি নদীতে সদ্য নির্মিত সিঁড়িপথ উদ্বোধন করেন।
![]()
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামীলিগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, কুষ্টিয়া জর্জ কোর্টের (পিপি) ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কুষ্টিয়া জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক অনূপ কুমার নন্দী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদী ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজু।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মহি উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো ফারুক হোসেন, হরিনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো মেহেদী হাসান সম্রাট, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো ওহিদুল ইসলাম ওহিদ ও কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদ্বিপুজামান সংগ্রামসহ ইউনিয়ন অঙ্গসংগঠনের নেতানেত্রীরা।
