কুষ্টিয়ায় র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামীমা আক্তার গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীমা আক্তার লিটা (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। শামীমা আক্তার লিটা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার দয়ারামপুর গ্রামের হারুন অর রশিদের কন্যা।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামীমা আক্তার গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ২২ জুন ২০২৩ ইং তারিখ দুপুর ০৩:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কুন্ডপাড়া এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সিআর মামলা নং-৩৭৭/২০, সেশন-৩৮৪/২১ এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় ০৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ০১ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীমা আক্তার লিটা কে গ্রেফতার করা হয়।
![]()
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।
