কুষ্টিয়া কুমারখালীতে (১৫ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৯ টার সময় উপজেলার কয়া ইউনিয়ন বাসীর আয়োজনে এক পদযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রায় কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর নেতৃত্বে কয়া ইউনিয়নের ঘোড়াঘাট এলাকা হতে কালোয়া বাজার এসে পদযাত্রা শেষ হয়।
কুমারখালী কয়া ইউনিয়নে পদযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পদযাত্রা শেষে কালোয়া বাজারে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ । বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাহীদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু সুভাষ দও, সাবেক ছাত্রলীগ নেতা ও সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।

এর আগে, উপজেলা কয়া ইউনিয়ন বাসীর ব্যানারে শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালোয়া বাজারে গিয়ে শেষ হয় এবং ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাবেক এমপি আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত হয়ে এই এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। এই অঞ্চলের অনেক উন্নয়ন আমার সময়ে হয়েছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে এবং দোয়া করছে। আমি যেন আবার সংসদ সদস্য হয়ে আপনাদের সেবায় কাজ করতে পারি। আগামী সংসদ নির্বাচনে আমি কুষ্টিয়া -৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত পর্যায়ে রয়েছি।
