ভেড়ামারায় লিলি-রেবা শিশু কিশোর লাইব্রেরি উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় লিলি-রেবা শিশু কিশোর লাইব্রেরি উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২১, ২০২৩
ভেড়ামারায় লিলি-রেবা শিশু কিশোর লাইব্রেরি উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে লিলি-রেবা লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাসে বাসভবনে মঙ্গলবার দুপুরে এ লাইব্রেরির উদ্বোধন করা হয়।

ভেড়ামারায় লিলি-রেবা শিশু কিশোর লাইব্রেরি উদ্বোধন

ভেড়ামারায় লিলি-রেবা শিশু কিশোর লাইব্রেরি উদ্বোধন

ভেড়ামারায় লিলি-রেবা শিশু কিশোর লাইব্রেরি উদ্বোধন

কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাসে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ। এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বিজিএমএসের সাবেক পরিচালক অধ্যাপক ডাঃ বেনজির আহমেদ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোশাররফ হোসেন, মেজর জেনারেল (অব) ইমরুল কায়েস, অধ্যাপক ডাঃ ফাতেমা আশরাফ, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেলিম তোহা, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিকার মারশাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন প্রমুখ।

এ সময়ে জেলা এবং মিরপুর-ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রহমান লোটাস হেরিটেজ হোম মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: