কুমারখালীতে যুবককে বিবস্ত্র করে মারধর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে যুবককে বিবস্ত্র করে মারধর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৩
কুমারখালীতে যুবককে বিবস্ত্র করে মারধর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক যুবককে (২৫) পদ্মার চরে নিয়ে বিবস্ত্র করে মারধরের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি মঙ্গলবার ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে আলোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত দুই কিশোর গা-ঢাকা দিয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কুমারখালীতে যুবককে বিবস্ত্র করে মারধর

কুমারখালীতে যুবককে বিবস্ত্র করে মারধর

কুমারখালীতে যুবককে বিবস্ত্র করে মারধর

গত বুধবার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক দিনমজুর। তিনি কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত কিশোররা একই এলাকার বাসিন্দা। তারা ইটভাটার শ্রমিক।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘুটঘুটে অন্ধকারে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে একজন ভিডিও ধারণ করছে। অপরজন টাকা ফেরত চেয়ে অকথ্য ভাষায় গালমন্দ ও ধাতব লাঠি দিয়ে ওই যুবককে মারধর করছে। মারধরের ভিডিও দিয়ে টিকটক বানানো হবে বলে ভিডিওর কথোপকথনে শোনা যায়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ভুক্তভোগী যুবক জানান, বুধবার রাত ৯টার দিকে বাজারে চা পান করতে যাচ্ছিলেন তিনি। পথে এক কিশোর আরেক কিশোরকে তাঁর গায়ের ওপর ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর দু’জন তাদের পকেট থেকে ৫০০ টাকা চুরির অপবাদ দেয় তাঁকে। এ নিয়ে তাদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। কিছুক্ষণ পর বিষয়টি মীমাংসা হয়ে যায়। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। সে সময় দুই কিশোর তাকে জোরপূর্বক সিগারেট টানায় এবং সড়ক থেকে তুলে নৌকায় করে পদ্মা নদীর চরে নিয়ে যায়। সেখানে তাঁকে বিবস্ত্র করে মারধর করে এবং ভিডিও করতে থাকে। সে সময় তিন জেলে চলে এলে তারা পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করেন জেলেরা।

অভিযুক্ত এক কিশোরের মা বলেন, টাকা চুরি নিয়ে তাঁর ছেলের সঙ্গে ওই যুবকের মারামারির ঘটনা শুনেছেন। তবে ছেলে আর বাড়ি না ফেরায় আসল ঘটনা তিনি জানতে পারেননি। আরেক কিশোরের ভাই বলেন, তাঁর ভাই অন্যায় করেছে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করেন।

জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকী বাদশা বলেন, ওই যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।

কুমারখালী থানার এসআই প্রদীপ বিশ্বাস জানান, মারধর ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।

আরও পড়ুন: