মোহিনী মোহন বিদ্যাপীঠের এসএসসি ৯৯ ব্যাচ এর ইফতার পার্টি
বন্ধুত্বের বাঁধনে, থাকবো মোরা এক সাথে, এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহিনী মোহন বিদ্যাপীঠের ৯৯ এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বন্ধুত্বের বাঁধন ধরে রাখার জন্য গঠন করেছে কুষ্টিয়া এসএসসি ৯৯ ব্যাচ নামে একটি সংগঠন।

মোহিনী মোহন বিদ্যাপীঠের এসএসসি ৯৯ ব্যাচ এর ইফতার পার্টি
এরই ধারাবাহিকতায় আজ (২৬ মার্চ) তৃতীয় রোজায় বন্ধুদের নিয়ে কুষ্টিয়া লালন শাহ সড়কের বন্ধু গোলজারের বাগানবাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার পার্টি।
অনুষ্ঠানে সবাই সবার কুশল বিনিময় করে। সবাই সবার সহযোগীতা কামনা করেন এবং তারা বলেন আমরা একসাথে যেন থাকতে পারি এবং সবার বিপদে আপদে সহযোগীতাও করার কথা বলেন তারা।এমন বন্ধুত্বের বাধন দেখে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছে।
ইফতার শেষে আড্ডারত আনন্দ বিভোর বন্ধুরা বলেন, বর্তমানে আমরা অনেকটা যান্ত্রিক জীবনযাপন করে থাকি। সবসময় আবেগগুলো চেপে রাখতে রাখতে আমাদের মধ্যে আবেগ প্রায় হারিয়েই যেতে বসেছে। কিন্তু বন্ধুর কল্যাণে আমাদের মধ্যে এখনও মানুষসত্ত্বা বেঁচে আছে। বন্ধুই একমাত্র মানুষ, যার সামনে মন খুলে আমরা আবেগ প্রকাশ করতে পারি।

পবিত্র ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এই ধরনের একটি সুন্দর অনাবিল পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনের জন্য বন্ধু গোলজার, জনি, আসাদ, সবুজসহ এডমিন প্যানেলের সকল বন্ধুদের ধন্যবাদ জানানো হয়। সুন্দর আয়োজনের মাধ্যমে ক্ষনিকের জন্য স্বপ্নের রাজ্যে হারিয়ে দিতে সহায়তা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্ধু সামুন, সাইফুল, রাশিদুল, আজম, তিতাস, শাওন, দেলোয়ার, সুমন, ঠান্টু, জিয়া, আকরাম, আরজু সোহেল ও কেরামত’সহ উপস্থিত সকল বন্ধুরা।
উল্লেখ্য, এই ঈদুল ফিতরে সবাই একই রকম পাঞ্জাবি ও চাঁদ রাতে পিকনিকের আয়োজন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
