তারেক জিয়ার মত সন্ত্রাসী ব্যক্তির কাছে ক্ষমতা গেলে দেশে আবার জঙ্গিবাদ সৃষ্টি হবে : মোফাজ্জেল হক
শুক্রবার সন্ধা সাতটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের প্রান্তিক মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম শীর্ষক পথসভায় প্রান্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোফাজ্জেল হক।

তারেক জিয়ার মত সন্ত্রাসী ব্যক্তির কাছে ক্ষমতা গেলে দেশে আবার জঙ্গিবাদ সৃষ্টি হবে : মোফাজ্জেল হক
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, আওয়ামীলীগ নেতা ঝন্টুর রহমান রিকাত।
সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক জিয়ার মত সন্ত্রাসী ব্যক্তির কাছে ক্ষমতা চলে গেলে বাংলাদেশ আবার জঙ্গিবাদ সৃষ্টি হবে। বাংলাদেশ আবার সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত হবে। তাই শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান করেন।

