মিরপুর সাতবাড়িয়া গ্রামে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বাড়িঘর লুটপাট ও ভাঙচুরের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর সাতবাড়িয়া গ্রামে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বাড়িঘর লুটপাট ও ভাঙচুরের অভিযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১০, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ গতকাল বুধবার ৯ অক্টোবর মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামে মোহাম্মদ আশরাফুল ইসলাম (৩৮) এর ছেলে মোহাম্মদ মাহিম (১৩) বাড়ির পাশে ক্যারাম দোকানে মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ৭:৩০ মিনিটে ক্যারম খেলা কে কেন্দ্র করে দোকানদার মোঃ গণি, মোঃ মাহিম (১৩) কে মারধর ও অকথ্য ভাষায় গালাগালি করে ঘটনা স্থল থেকে তাড়িয়ে দেয়।

পরবর্তীতে উক্ত ঘটনা জের ধরে গতকাল বুধবার (৯ অক্টোবর) সকাল অনুমান ৭.০০ ঘটিকায় মোঃ গণি ২০ থেকে ৩০ জনমানুষ হাতে দেশীয় অস্ত্র, বাঁশে লাঠি লোহার রড নিয়ে সুসজ্জিত হয়ে মোঃ আশরাফুল ইসলাম (৩৮) এর বাড়ির প্রবেশ করে চিৎকার ও অকথ্য ভাষায় গালাগালি করে দরজা জানলা কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে এবং বাড়ির মেনগেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে মূল্যবান জিনিস নষ্ট করে পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানা অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, ক্যারাম খেলাকে কেন্দ্র করে দোকানদার গণির সাথে মাহিমের কথা কাটাকাটি এক পর্যায়ে দোকানদার গণি মোঃ মাহিম কে মারধর করে দোকান থেকে বের করে দেয়।

পরবর্তীতে মাহিমের অভিভাবকরা গত ৮ অক্টোবর  তারিখ রাত অনুমানিক নয়টার সময় ঘটনাস্থলে গিয়ে দোকানের ঝাপে লাঠি দিয়ে দুই থেকে তিনটি আঘাত করে চলে যায়।পরে দোকানদার গণি রাতে তার বংশের মানুষ সাথে মিটিং করে। পরদিন গতকাল বুধবার (৯ অক্টোবর) সকাল আনুমানিক ৭:৩০ মিনিটের দিকে মোঃ মাহিমের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। মোঃ মাহিম এর চাচা তহিদুল বলেন,

আমার ভাতিজা গতকাল সন্ধ্যার সময় গণির দোকানে ক্যারাম খেলতে যায় পরে খেলা নিয়ে চিৎকার চেঁচামেচি এক পর্যায় দোকানদার গণি আমার ভাতিজাকে মাহিম কে গালাগালি করে এবং মারধর করে। পরবর্তীতে আমরা সেখানে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে। পরের দিন সকালে মোঃ গণি তার লোকজন নিয়ে আমাদের বাড়িঘরে হামলা চালায় এবং লুটপাট করে। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই। মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।