রেমিট্যান্স যোদ্ধাদের ট্রেনিং সেন্টার, শিক্ষিতদের কর্মসংস্থান, কৃষির উন্নতি ও গ্রামকে শহর পর্যায়ে নিতে ১০০ দিন করে পরিকল্পনা ঘোষনা করলেন কামারুল আরেফিন। কুষ্টিয়া ০২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক দেশসেরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন বলেছেন-নতুন বছরে নতুন ভোটে মানুষের আশা আকাঙ্ক্ষা পরিবর্তনের।

সন্ত্রাস এবং উন্নয়ন বিমুখের বিপক্ষে, উন্নয়নের পক্ষে মানুষ নতুন বছরে নতুন ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি মিরপুর-ভেড়ামারাবাসীর কাছে কৃতজ্ঞ, যে তারা আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।আমি তাদের পাশে সবসময় থাকতে চাই। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য উন্নয়ন করতে চাই।
মিরপুর ভেড়ামারা সন্ত্রাসমুক্ত করতে চাই। গতকাল ৮ জানুয়ারী বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর এলাকার জিয়া রোডস্ত তার নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি আরো বলেন-জননেত্রী শেখ হাসিনার স¥ার্ট বাংলাদেশে উন্নীত করার লক্ষ্যে আমি ১০০ দিন করে করে পরিকল্পনা নিয়ে উন্নয়নের জন্য কাজ করতে চাই। ৩টা জিনিষ সুন্দরভাবে আমার ইশতেহারে দেয়া আছে। গ্রামকে শহর পর্যায়ে নিয়ে যেতে হবে। আর সে পর্যায়ে নিয়ে যেতে গেলে সেখানে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে ফ্রিল্যান্সিং সহ অন্যান্য প্রশিক্ষণ দিয়ে শিক্ষিতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রেমিট্যান্স যোদ্ধারা বিনা প্রশিক্ষনে বিদেশ গিয়ে অল্প বেতনে কষ্টের স্বীকার হয়।তাই তাদের ভালো কর্মসংস্থানের জন্য একটি উন্নতমানের ট্রেনিং সেন্টার গড়ে তুলতে চাই, যাতে তারা কোনভাবেই বিদেশে গিয়ে হয়রানির শিকার না হয়।
তাছাড়া আমি কৃষি পরিবারের সন্তান, আমি নিজেও একসময় কৃষি কাজ করেছি, তাই কৃষি বিষয়ে কি ধরনের উন্নতি করতে হবে,তা আমি জানি। সে জন্য আমি এখানে একটি আধুনিক ও উন্নতমানের কৃষি ইন্সটিটিউট গড়ে তুলতে চায়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক খবরওয়ালা পত্রিকার মিরপুর প্রতিনিধি আব্দুল আউয়াল, মিরপুর নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সুমন মাহমুদ, সময়ের কন্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি নায়েম খন্দকার, দৈনিক দেশের বানী পত্রিকার বার্তা সম্পাদক সাইদুর রহমান প্রমূখ।
