মিরপুর উপজেলা জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস নৈরাজ্য-হরতাল অবরোধ অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর উপজেলা জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মিরপুর উপজেলা জাসদের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পুরাতন বাসষ্ট্যান্ড এ শেষ হয় এবং পরে সেখানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশব্যাপী বিএনপি – জামাতের আগুন সন্ত্রাস নৈরাজ্য-হরতাল অবরোধ অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদ জানান।
জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, মিরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ। এসময় জাসদ, যুবজোট, নারীজোট, ছাত্রলীগের জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
