মিরপুরে পিতার হাসুয়ার কোপে গুরুতর জখম পুত্র - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পিতার হাসুয়ার কোপে গুরুতর জখম পুত্র

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৭, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পিতার হাসুয়ার কোপে পুত্রের গুরুতর জখম হও্য়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম স্কুল পাড়া মসজিদ সংলগ্ন মোলাম শেখের বাড়িতে এ ঘটনা ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়- আটিগ্রামের মোলাম নামের এক ব্যক্তি প্রায়ই তার স্ত্রীকে মারধর করে। তাছাড়া সে সামাজিক বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

গতকাল সোমবার সকালে পারিবারিক কোন্দলে মোলাম তার স্ত্রীকে বেধড়ক মারধোর করে। পরে সে বড় সাইজের একটা হাসুয়া নিয়ে তার স্ত্রীকে কোপ মারে । এ সময় তার ছেলে আকাশ (১৬) ঠেকাতে গেলে হাসুয়ার কোপ গিয়ে আকাশের ঘাড়ে পিঠে লাগে এবং গভীর ক্ষত হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এ সময় স্থানীয় লোকজন আকাশকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান-এ ধরনের অভিযোগ এখনো পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।