মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় মিরপুর বাজার ঈগল চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিরপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, মিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন,মিরপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার টিপু সুলতান, মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ,
উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমদাদ, মিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মমিন, মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক পল্টু মন্ডল, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র নেতা সেলিম আহাম্মেদ, পৌর যুবদলের সদস্য রাজিব শেখ,সদস্য রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, পৌর মৎস্যজীবি দলের সভাপতি ইমরান আহম্মেদ হিজবুল্লাহ, ৯ নং ওয়ার্ড সভাপতি কালাম মন্ডল, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসাবাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা শাখা, পৌর শাখা ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
