মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ পক্ষ উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল-নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। এই উপলক্ষে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় মিরপুর উপজেলার ৬ নং আমলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মিরপুর (কুষ্টিয়া) এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক আলোচনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় নারী ও কন্যার প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনি সহায়তা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা সভা শেষে স্থানীয় নারীদের অংশগ্রহণে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে নারী নির্যাতন প্রতিরোধে করণীয়, ভুক্তভোগীদের সহায়তার পথ, সরকারি সেবা ও সহায়তা পাওয়ার নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা তমান্নাজ খন্দকার ,সমাজসেবা অফিসার সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, নারী নেত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সমাজের সকল স্তরের মানুষকে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।
