মিরপুরের পোড়াদহে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরের পোড়াদহে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াাদহ জংশন স্টেশনে নকশী কাঁথা কমিউটার ট্রেন থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ জানুয়ারী) ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে খুলনা থেকে ঢাকা গামী নকশী কাঁথা কমিউটার ট্রেনটি যাত্রা বিরতি দিলে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। আটককৃত আসামি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার উজলপুর বিলপাড়া এলাকার মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে করিম বেপারী।

পোড়াদহ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউনটার ট্রেন পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছালে পোড়াদহ জিআরপি থানার এসআই ইদ্রিস আলী ও এএসআই মুরাদ আলী নকশীকাঁথা ট্রেনে অভিযান চালায়। এসময় একটি ব্যাগের মধ্যে রাখা ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। উক্ত ফেন্সিডিল বহনের দায়ে একজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।