কুষ্টিয়ার দৌলতপুরে মো. সাদিউজ্জামান (৩৮) নামে এক মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বিকাল ৩.৪৫টায় উপজেলার তারাগুনিয়া হিসনা নদীর পাড়ে বাঁশ বাগানের মধ্যে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই মাদক সেবীকে মাদক সহ আটক করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড করা হয়।

দৌলতপুরে মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মাদক সেবনের গোপন সংবাদ দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বারের ভ্রাম্যমান আদালত তারাগুনিয়া হিসনা নদীর পাড়ে বাঁশ বাগানে ভেতর অভিযান চালায়। এসময় মাদক সেবনরত অবস্থায় মো. সাদিউজ্জামানকে মাদক সহ আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিধি অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আব্দুল জব্বার। এসময় জব্দকৃত গাঁজা ও ট্যাপেনন্টল ট্যাবলেট ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের এ বিশেষ অভিযানে দৌলতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম সহায়তা করেন।
