কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাক্তারের হাতে মারধরের অভিযোগ
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে ডাক্তারের হাতে মারধর খেলেন রুহল (১৫) নামে এক রোগী।

কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাক্তারের হাতে মারধরের অভিযোগ
অভিযোগ উঠেছে রোববার হাসপাতালে ৪নং ওয়ার্ডে চিকিৎসা সেবা নিতে যান কুষ্টিয়া সদরউপজেলার জয়নাবাদ এলাকার রুহল নামে রোগী, সেখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে ছিলেন তিনি, হঠাৎ করে লাইন ব্যতীত কিছু মানুষ ডাক্তারের রুমে প্রবশে করে সে সময় ঐ রোগী বলে ওঠেন সিরিাল ছাড়া রোগী দেখেছে এটা তো ঠিক না, এমন কথা বলায় ৪নং ওয়ার্ডে দায়িত্বে থাকা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান রুম থেকে বের হয়ে এসে সব রোগীদের সামনে রুহল নামে ঐ রোগীর গেঞ্জির কলার ধরে টেনে হিছড়ে নিজ চেম্বারে নিয়ে গিয়ে চড় থাপ্পড় ও লাখি মেরে বাথরুমে আটকে রাখেন, পরে ঐ রোগী হাত পা ধরে ক্ষমা চাইতে থাকে ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানের কাছে, পরে তাকে অনেক ভয় ভিতী দিয়ে বের করে দেওয়া হয়।

৪নং ওয়ার্ডের সামনে চিকিৎসা নিতে আসা লাইনে দাড়িঁয়ে থাকা ফারুক নামে এক রোগী বলেন আমার সামনে থেকে রুহল নামে ঐ ছেলেটিকে ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান জোর করে গেঞ্জির কলার ধরে টেনে হিছড়ে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে রাখেন ১০ মিনিট। পরে দেখলাম ছেলেটি কান্না করতে করতে বের হচ্ছে।
চিকিৎসা নিতে আসা রহিমা নামে আরও এক বৃদ্ধা রোগী তিনি বলেন ছেলেটি তেমন খারাপ কোনো কথা বলিনি, কারন আমরা সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছি আমারও অনেক কষ্ট হচ্ছে, তবুও দেখছি আমাদের সামনে দিয়ে লাইন বাদে লোক ঢুকছে বের হচ্ছে আর আমি অসুস্থ মানুষ লাইনে দাঁড়িয়ে আছি, আর এমন সামান্য ভালো কথা বলায় ডাক্তারের সন্তানের বয়সী ঐ ছেলেটিকে যে ভাবে ডাক্তার মারধর করলো এটা মটেও আশা করিনি, আমরা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে এসে যদি মার খেতে হয় তা হলে আমরা কার কাছে যাবো, চিকিৎসা না পেয়ে এভাবে মরায় ভালো।

কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাক্তারের হাতে মারধরের অভিযোগ
এ বিষয়ে প্রতিবেদক ৪ নং ওয়ার্ডে ডা. মোঃ মুস্তাফিজুর রহমানের রুমে কথা বলতে গেলে তিনি ক্ষীপ্ত হন ঐ প্রতিবেদকের উপর এবং সহকারী কয়েকজন ডাক্তার প্রতিবেদকের সাথে অসদআচারন সহ হুমকি দেন এবং ডা. মোঃ মুস্তাফিজুর রহমানের পোষা দালাল বাহিনী দিয়ে দেখে নেওয়ার ও হুমকি দেয় ।
এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এমন ঘটনা ঘটেছে তা আমার জানা নেই, তবে কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এর আগেও অনেক রোগীদের সাথে অসদআচরন করার অভিযোগ রয়েছে ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।
