ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর সহধর্মিনীর ভোট প্রার্থনা! - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর সহধর্মিনীর ভোট প্রার্থনা!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১, ২০২৪

ভোর থেকে রাতভর নির্ঘুম প্রচার-প্রচারণা চালাচ্ছেন কুষ্টিয়া-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের সহধর্মিণী জান্নাতুন নাহার। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই দিনভর খোকসার বিভিন্ন ইউনিয়নে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন তিনি।

ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর সহধর্মিনীর ভোট প্রার্থনা!

এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের দুয়ারে-দুয়ারে গিয়ে মানুষের সঙ্গে দেখা করে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সহধর্মিণী জান্নাতুন নাহার নির্বাচনী প্রচারণার সময় বলেছেন, মানুষকে ভালোবাসা ও তাদের কাছে টানার ক্ষমতা তার (আব্দুর রউফের) আছে। তিনি সব সময় মাটি ও মানুষের সাথে মিশে ছিলেন। ইতিপূর্বে তার করে যা-ওয়া উন্নয়ন অব্যাহত রাখতে জানুয়ারির ৭ তারিখে সবার কাছে (ট্রাক প্রতীক) মার্কার ভোট প্রার্থনা করেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মনিকোঠায় তিনি জাইগা করে নিয়েছেন তার উন্নয়ন আপনারা (খোকসা-কুমারখালী) বাসী সকলেই জানেন তিনি মাদরাসা, কলেজ,স্কুল,মসজিদ সহ নানান উন্নয়নের কাজ করেছেন। আপনারা দলমত নির্বিশেষে আগামী ৭ তারিখে কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে জয় যুক্ত করবেন।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক শামসুজ্জামান প্রিন্স , উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সজল বিশ্বাস,মো.খাইরুল,বেতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল শেখ, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।