ভেড়ামারা মহাসড়কে ডাকাতি আহত দুই  - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা মহাসড়কে ডাকাতি আহত দুই 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা-রায়টা মহাসড়কে বাঁকাপুল নামক স্থানে অলিম্পিক ও প্রান ফুড গ্রুপের ডেলিভারি’র ভ্যান গাড়ী থামিয়ে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে। নগদ সত্তর হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় ভ্যান গাড়ী চালক আঃ রশিদসহ ২জন  আহত হয়েছে । গত সোমবার রাতে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাঁকা পুল নামক স্থানে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের  বাঁকাপুল নামক স্থানে ফাকা রাস্তায় কোম্পানীর চালিত নসিমন ভ্যান গাড়ির চালক আঃ রশিদসহ (৪০) ২জন পৌছালে

একদল ডাকাত অলিম্পিক ও প্রান ফুড গ্রুপের ডেলিভারি ভ্যান থামিয়ে মালামাল বিক্রয়ের নগদ সত্তর হাজার তিনশত বিশ টাকা ছিনিয়ে নেয়। চালক আঃ রশিদকে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পিঠে, ডান হাতে ও বুকের কলার বোনের পাশে লেগে গুরুতর জখম করে। টাকার ব্যাগটি নিয়ে ডাকাতদল ভেড়ামারা অভিমূখে মোটরসাইকেল যোগে ঘটনাস্থল হতে দ্রুত চলে যায়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ভেড়ামারা থানায় সুমন মিয়া নামে একজন অভিযোগ দায়ের করেছে। অভিযান অব্যাহত রয়েছে।